বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
spot_img

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুরোধ অ্যাটর্নি জেনারেলের

ইবি প্রতিনিধি: বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ঢাকাতেও একটা ইসলামী বিশ্ববিদ্যালয় আছে। অনেক সময় যখন শিক্ষার্থীরা প্রশ্ন পারে না তখন জিজ্ঞেস করা হয় ‘কোন বিশ্ববিদ্যালয় থেকে এসেছে’ তারা তখন বলে ‘ঢাকা’। কিন্তু এগুলো তো পাবলিক বিশ্ববিদ্যালয় না। সামনে উপস্থিত উপাচার্য মহোদয় বা আরও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামের আগে ‘বাংলাদেশ’ যুক্ত করতে। এতে সকল কনফিউশান দূর হবে।

শনিবার (১৮ মে) দুপুর দুইটায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতি কর্তৃক আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি তলা বলা হতো। এখন আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে উচ্চ আসনে নিয়ে গেছেন। অনেক রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

আমরা দেখি বার কাউন্সিলের পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক ভাল করে। এতে বোঝা যায় আপনাদের শিক্ষকরা ক্লাসে অনেক ভালো পাঠদান করেন। শিক্ষার্থীদের সফল হওয়ার পিছনে শিক্ষকদের অবদান অনেক।

সুপ্রিম কোর্টেও আপনাদের বিশ্ববিদ্যালয়ের অনেক বিজ্ঞ আইনজীবী রয়েছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন। যারা আপনাদের বিশ্ববিদ্যালয়কে অনেক উপরে তুলে ধরেছেন। আপনাদের বিশ্ববিদ্যালয়কে সাহায্য করার যদি বিন্দু মাত্র সুযোগ থাকে আমি তা অবশ্যই করবো।

তিনি বলেন, আইনের শিক্ষার্থীরা যেন হাতে কলমে শিখতে পারে এজন্য আমেরিকাসহ উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মুর্ট কোর্ট হয়। আপনাদেরও মুট কোর্টের অনুশীলন বাড়ানো প্রয়োজন।

আপনারা শিক্ষার্থীদের নিয়মিত কোর্টে নিয়ে যাবেন। শিক্ষার্থীদের প্রতি মাসে কিংবা অন্তত ছয় মাসে একদিন হলেও যদি কোর্টে নিয়ে যাওয়া হয় তাহলে তারা জানতে পারবে কীভাবে আদালত পরিচালনা হয়, কীভাবে মামলা পরিচালনা করতে হয় এবং কীভাবে শাস্তি দিতে হয়। যেটি তাদের পরবর্তী সময়ে অনেক সহায়ক ভূমিকা পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান আলোচক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, গেস্ট অব অনার প্রাপ্ত অতিথি, সাবেক এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, সচিব অধ্যক্ষ ড. মো: শাহজাহান আলম সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি উপ উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কে এম মাসুদ রুমী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট বি এম আবদুর রাফেল সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

রবিউল আলম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর