সোমবার, মার্চ ২৪, ২০২৫
spot_img

সিন্যাপ্স র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে প্রকাশিত সিন্যাপ্স র‍্যাংকিং ২০২৪ এ এক ধাপ এগিয়ে ৫৩ তম অবস্থান অর্জন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। গতবছর প্রকাশিত র‍্যাংকিংয়ে সারাদেশে ৫৪তম অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সিন্যাপ্স তার নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজে এই র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করে। সম্প্রতি ২০২৪ সালের ভিত্তিতে প্রকাশিত র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ৫৩তম এবং রেটিং ৪৬ বৃদ্ধি পেয়ে ১৩৫৩ তে উন্নীত হয়। এছাড়া ওয়েবসাইটে দেখা যায় র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে একই অবস্থানে আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।

এ তালিকায় স্থান পাওয়া শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ৫১টি জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সিন্যাপ্স এই তালিকা প্রকাশ করে আসছে। ২০২৪ এ ১৪৬ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে এই তালিকা প্রকাশ করে তারা।

মো.সাইফুল ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর