রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নবাব আব্দুল লতিফ হলে গেট ও প্রাধ্যক্ষের কক্ষে তালা দিয়ে ডাইনিং ভাঙচুরের ঘটনায় প্রাধ্যক্ষ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৭মে) সোমবার রাতে অনলাইনে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় জড়িতদের হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. এ.এইচ.এম. মাহবুবুর রহমান।
লতিফ হলে ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, লতিফ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং শাখা ছাত্রলীগের সভাপতির পক্ষে হলে দায়িত্বপ্রাপ্ত নেতা তাসকিফ আল তৌহিদ এবং হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পক্ষে হলে দায়িত্বপ্রাপ্ত নেতা মাসুদুর রহমানকে চিহ্নিত করেছে হল প্রশাসন।
প্রধ্যক্ষ পরিষদের একটি সূত্র জানান, হল থেকে বহিষ্কারের পাশাপাশি হলে ভাঙচুর চালানোর মতো ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নিয়েছে প্রাধ্যক্ষ পরিষদ।
তিনি আরো জানান, এটি সম্পূর্ণ একটি পূর্ব পরিকল্পিত ঘটনা। তারা দীর্ঘদিন যাবত ঝামেলা করে আসছে। ছাত্রলীগের দুই পক্ষ প্রধ্যক্ষের কাছে ১০ টি করে জার্সির দাবি জানান। তাদের দাবি পূরন না হওয়ার তারা পরিকল্পিত ঘটনাটি ঘটিয়েছেন।
জানতে চাইলে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, আজ আমাদের একটি জরুরি সভা ডাকা হয়েছিল। সেখানে হল প্রাধ্যক্ষকে হেনস্তার জন্য প্রাধ্যক্ষ পরিষদ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গের দায়ে জড়িতদের হল থেকে বহিষ্কার ও ভাঙচুরের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করায় হল প্রশাসন আইনি ব্যবস্থা নেবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মাফুজুর রহমান ইমন/এস আই আর