ইবি প্রতিনিধি: ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮ টার দিকে কুষ্টিয়াস্থ ইবি ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইবি বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবর রহমানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক।
এছাড়াও উক্ত আলোচনা সভায় অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান, অধ্যাপক ড. মো: রবিউল হোসেন, অধ্যাপক ড. শুধাংশু কুমার বিশ্বাস, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ, মো: সাজ্জাদ হোসেন জাহিদ, মো: ফিরোজ আল মামুন বক্তব্য রাখেন।
এসময় বক্তারা আলোচনা সভায় ৬ দফা দিবসের তাৎপর্য তোলে ধরেন। এবং বঙ্গবন্ধু পরিষদের আদর্শ বাস্তবায়নে বদ্ধপরিকর।
রবিউল আলম/এস আই আর