হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আতিকুল হক এবং একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ মাসুমা খাতুন।
বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর মাসুমা খাতুন বলেন, “ভিসি স্যার যেহেতু আমাকে এই কাজের জন্য যোগ্য মনে করেছে, সেজন্য আমি উনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আমার কাজের মাধ্যমে তাঁর আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আমার নতুন দায়িত্ব যেহেতু শিক্ষার্থীদের নিয়েই, তাদের যেকোনো সমস্যা সমাধানে অবশ্যই কাজ করবো। যেহেতু নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছি তাই যোগদান করার পর তাদের সমস্যা, চাহিদা বিষয়ে আরও ভালোভাবে জানতে পারবো। তখন তাদের আরও ভালোভাবে সহযোগিতা করতে পারবো আশা করি।”
কোন সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “একজন নারী হিসেবে আমি যেহেতু এই বিভাগে দায়িত্ব পেয়েছি, মেয়েদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমি অবশ্যই কাজ করার চেষ্টা করবো। মেয়েরা যেনো নিঃসংকোচে তাদের যেকোন সমস্যা আমাদের জানাতে পারে এটা নিশ্চিত করবো এবং শুধু দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কাজ ছাড়াও আমার দরজা সব সময় সাধারণ শিক্ষার্থীদের জন্য খোলা। এই বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী তাদের যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি চেষ্টা করব আমার দায়িত্ব শতভাগ নিষ্ঠার সাথে পালন করে যাওয়ার।”
অনুভূতি জানিয়ে ড. মো. আতিকুল হক বলেন, “শিক্ষার্থীদের নিয়ে কাজ করার, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি ও তাদের সমস্যা সমাধানে কাজ করব। নতুন এই দায়িত্বের মাধ্যমে সিনিয়র শিক্ষকদের কাছ থেকেও শিখতে পারবো। কিছুদিন আগে আমি আমার পিএইচডি সম্পন্ন করেছি যার ফলে আমাদের বিশ্ববিদ্যালয় কে উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়দের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা করতে পারব। আগামী দিনে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের দায়িত্ব পেয়ে আমি ছাত্র সমস্যার সমাধান ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখার চেষ্টা করব। হাজী দানেশ বিশ্ববিদ্যালয় কে একটি উন্নত সমৃদ্ধ বিদ্যালয় রূপান্তরিত করতে চেষ্টা করে যাবো।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ শিক্ষার্থীদের জ্ঞানীয় দক্ষতা এবং সৃজনশীল জ্ঞানের মতো লুকানো গুণের বিকাশের জন্য প্রশাসনিক সহায়তা এবং পরিবেশ প্রদান করে। পাশাপাশি ছাত্রদের পরিচালিত সকল সমিতির উপর নজরদারি করে এবং ছাত্র-ছাত্রীদের সৃজনশীল কার্যকলাপকে পৃষ্ঠপোষকতা করে। ছাত্রদের সর্বদা সমাজ ও সংস্কৃতির কল্যাণের সাথে সম্পর্কিত সহপাঠ্যক্রমিক কার্যক্রমে জড়িত থাকতে উৎসাহিত করে।
কামরুল হাসান/এস আই আর