রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
spot_img

যৌতুকের মামলায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা গ্রেপ্তার

রাবি প্রতিনিধি: যৌতুক নিরোধ মামলায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মাসুদ রানা গ্রেপ্তার হয়েছে। গত বুধবার সকালে রাজশাহী কোর্টে হাজিরা দিতে আসলে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার স্ত্রী ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ভুক্তভোগী ছাত্রী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে গত বছর বিবিএ স্নাতক শেষ করেছেন।

ভুক্তভোগী ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে যৌতুক নিরোধ আইনে ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী তামান্না। পরবর্তী আসামী নানা সময় তাকে অনলাইনে হয়রানি করেছেন বিভিন্ন পোস্ট করে এটা বলেও অভিযোগ করেন তামান্না । পরবর্তী রাজশাহী মেট্রোপলিটন ময়াজিস্ট্রেট আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন৷

আসামি এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক মেয়েকে বিয়ে করে ৮বছর সংসার করেছে।তার কাছেও আসামি অনেক টাকা পয়সা নিয়েছে বলে থানায় জিডি করা আছে।

এ বিষয়ে ভুক্তভোগী তামান্না বলেন, আমাকে দীর্ঘদিন ধরে নানা ভাবে নির্যাতন করে। পরবর্তীতে বাধ্য হয়ে তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করি।। গত বুধবার আদালত তাকে গ্রপ্তারের আদেশ দেয়। দ্রুতই আমি তার কঠোর বিচার দাবি করছি।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী সৈয়দা শামসুন্নাহার মুক্তি বলেন, মামলার সব কিছু শুনে আদালত তাকে গ্রপ্তারের আদেশ দিয়েছে। এখন পুলিশ আরো কিছু জিজ্ঞাসাবাদ শেষ করে দ্রুতই এ মামলায় ফায়সালা হবে।

তবে এ বিষয়ে জানতে চাইলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মণ্ডল সব কিছু জেনেও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মাফুজুর রহমান ইমন/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর