বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
spot_img

রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি: ২৪ ঘণ্টায় ফলাফল দেখতে চান ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি: কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাস এবং ২৪ ঘণ্টার মধ্যে শাহবাগ থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণ-পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে সমবেত হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ অবস্থান করে ১০ টা ২০ মিনিটের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা কুষ্টিয়া মজুমপুর হয়ে মুজিব চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণ-পদযাত্রা শুরু করেন। পদযাত্রা শেষে দুপুর ১২টায় কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের নিমিত্তে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর লিখিত স্মারকলিপি কুষ্টিয়া জেলার এন.ডি.সি মোঃ মহসীন উদ্দীনের কাছে প্রদান করেন।

এসময় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাস ও মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ইবি শিক্ষার্থীদের সাথে কুষ্টিয়া সরকারি কলেজ, সেন্ট্রাল কলেজ, পলিটেকনিক্যাল ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন এ পদযাত্রায়।

এসময় উপস্থিত আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমাদের নীতি অধিকারের নীতি, আমাদের কোনো রাজনৈতিক নীতি না। আমরা বিচ্ছিন্ন নাকি সম্পৃক্ত তা সাধারণ জনগণের কাছ থেকে রিভিউ নিতে পারেন। ২৪ কিলো পাড়ি দিয়ে এখানে আসছি অধিকার প্রতিষ্ঠা করতে। বরং কারো রাজনৈতিক ম্যানডেট প্রতিষ্ঠা করতে নয়। আমরা এটাও জানিয়ে দিলাম যে কত সুশৃঙ্খলভাবে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন ও পদযাত্রা করতে পারে। নেতা-কর্মীরা যে বললেন ক্লাসে ফিরে যেতে, আমরাও চাই ক্লাসে দ্রুত ফিরে যেতে কিন্তু দাবি আদায় করেই ফিরতে চাই। সরকার যেন ২৪ ঘণ্টার মধ্যে আমাদেরকে পজিটিভ আশ্বাস দেয় সেই প্রত্যাশা রাখতেছি।

পরবর্তীতে কী কর্মসূচি হবে সেটা কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে আলাপ করে জানতে পারব।

রবিউল আলম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর