বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

হ’ত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে যবিপ্রবির তিন ক্লাব-সংগঠন

যবিপ্রবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতা, হত্যাযজ্ঞ ও গণ গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তিনটি ক্লাব-সংগঠন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভাগভিত্তিক কয়েকটি ক্লাবও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন। যবিপ্রবির ডিবেট ক্লাব, ব্লাড ব্যাংক ও ফটোগ্রাফিক সোসাইটি এ বিবৃতি দেন।

৩১ জুলাই বিবৃতিতে যবিপ্রবি ব্লাড ব্যাংক চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা, হত্যাযজ্ঞ ও গ্রেফতার করে শিক্ষার্থীদের হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য সরকারকে আহ্বান জানান। এছাড়াও কোটা সংস্কার আন্দোলনে সংযুক্ত সকল শিক্ষার্থীর সাথে একাত্মতা প্রকাশ করেন বলে বিবৃতিতে উল্লেখ করেন তারা।

একইদিনে যবিপ্রবি ডিবেট ক্লাব এক বিবৃতিতে জানান, শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটেছে তার প্রতি যবিপ্রবি ডিবেট ক্লাবের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি যবিপ্রবির সকল সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করছি যে, যবিপ্রবি ডিবেট ক্লাবের সকল শিক্ষার্থী রাজনৈতিক কর্মকান্ড থেকে মুক্ত এবং আগামীতেও তাই থাকবে।

যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি কোটা আন্দোলন নিহতদের প্রতি শোক প্রকাশ করে লিখেছে, আমরা “কোটা সংস্কার” আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য শোক প্রকাশ করছি এবং আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। আমরা ন্যায়বিচার চাই।

সেফা খানম

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর