সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

সংকট নিরসনে যবিপ্রবি শিক্ষার্থীদের বাজার মনিটরিং

যবিপ্রবি প্রতিনিধি: চলমান সংকট নিরসনে বাজার মনিটরিং করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। যা বাজার ব্যবস্থাপনায় ও চলমান সংকট নিরসনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

৮ই আগস্ট (বৃহস্পতিবার) যশোর শহরের বিভিন্ন বাজার ঘুরে ঘুরে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

জানা যায়, মূলত এ কার্যক্রমের আওতায় কাঁচা বাজার, মুদি দোকান, এবং কাপড়, কসমেটিক্স ও গ্রোসারি দোকানগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

শিক্ষার্থীদের দল মূলত পাইকারি ও খুচরা বাজার, দ্রব্যমূল্যের মূল্য তালিকা এবং মেয়াদ উত্তীর্ণ কোনো জিনিস আছে কিনা সেগুলো যাচাই-বাছাই করেন।

সংকট নিরসনে যবিপ্রবি শিক্ষার্থীদের বাজার মনিটরিং। ছবি: জবনতার বার্তা

বাজার মনিটরিংয়ে কাঁচা বাজারে, বিশেষ করে মাছের বাজারে মনিটরিং করেন তারা। সেখানে উল্লেখযোগ্য অসংগতি দেখতে পান। তারা লক্ষ্য করেন যে, মাছের আড়তদাররা অফিসিয়াল রশিদ ছাড়াই মাছ কেনাবেচা করছেন, যা ব্যবসায়িক স্বচ্ছতার জন্য বড় চ্যালেঞ্জ। পাশাপাশি তারা মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ার বিষয়টি তুলে ধরেন, যা সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। তারা ব্যবসায়ীদের সচেতন করেন এবং পরবর্তীতে সকল নিয়ম মেনে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে বলেন।

যশোরের সিনিয়র এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার জনাব আবদুস সালাম তরফদার শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন। এ ছাড়া, যশোরের উপ পুলিশ পরিদর্শক জনাব লিটন চন্দ্র দাস শিক্ষার্থীদের কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

এই মনিটরিং কার্যক্রম যশোরের বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। চলমান সংকটে যবিপ্রবি শিক্ষার্থীদের এই উদ্যোগ বাজারের ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

সেফা খানম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর