হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এ সভাপতি হিসাবে মোঃ গোলাম ফাহিমুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসাবে মোঃ তানভীর হোসাইন নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩১শে আগষ্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত হাবিপ্রবিসাস’র কার্যালয়ে এই ফল ঘোষণা করা হয়। এর আগে বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত সমিতির সদস্যরা ভোট প্রদান করেন।
নবনির্বাচিত সভাপতি গোলাম ফাহিমুল্লাহ ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার হাবিপ্রবি প্রতিনিধি । সাধারণ সম্পাদক তানভীর হোসাইন টিভি চ্যানেল ‘বাংলাভিশন’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে “দৈনিক প্রতিদিনের বাংলাদেশ” এর রিয়া রানী মোদক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে “আমার সংবাদ” এর মো. মোঃ সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে “এশিয়ান টিভি” এর রাহাত হোসেন, দপ্তর সম্পাদক পদে “দৈনিক ঢাকা টাইমস’র মোঃ রাফিউল হুদা, অর্থ সম্পাদক পদে দৈনিক ভোরের বাণী’র মোঃ আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে “ই-সময়” এর তালহা হাসান।
এছাড়াও কার্যকরী সদস্য পদে “জনতার বার্তা” র কামরুল হাসান, দৈনিক বাংলাদেশের চিত্র’র হায়দার আলী এবং আলোর সংবাদ’র সিনথিয়া রহমান সানু।এগারো সদস্যের এই কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)।
উক্ত নির্বাচনে পর্যবেক্ষক এর দায়িত্ব পালন করেন ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর এবং কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ শোয়াইবুর রহমান
কামরুল হাসান/এস আই আর