বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

হাবিপ্রবি শিক্ষার্থীদের বিনামূল্যে ১০ লক্ষ সবজি চারা বিতরণের উদ্যোগ

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১০ লক্ষ সবজি চারা ও ৫ একর জমিতে ধানের চারা উৎপাদন করে বিনামূল্যে বিতরণ করা হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা ফিল্ডে ধানের বীজ বপন করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) বীজ বপনের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্লান্ট প্যাথোলজি বিভাগের অধ্যাপক ড.  মো. মহিদুল হাসান।

অধ্যাপক ড. মোঃ মহিদুল হাসান বলেন, মানুষের খাবার যোগানের জন্য কৃষির বিকল্প নেই। আমরা ধানের বীজ সরাসরি বিতরণের পাশাপাশি আমাদের এখানে চারা উৎপাদন করে সেটি স্থানীয় কৃষি কর্মকর্তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, আমরা সবজির বীজ সংগ্রহ করছি এবং সেই বীজ থেকে চারা উৎপাদন করা হবে। এই উৎপাদিত চারা কৃষকদের মাঝে বিতরণ করা হবে এবং সবজির বীজ ও প্রদান করা হবে।

হাবিপ্রবির এই অধ্যাপক আরো যোগ করেন, আমাদের এই উদ্যোগ সফল করার জন্য শিক্ষার্থীদের পাশাপাশি অনেক বীজ উৎপাদন কোম্পানি সহযোগিতা প্রদান করে যাচ্ছে। এছাড়া আমাদের কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে আমাদের কৃষকরা টেকসই একটি কৃষির দিকে এগিয়ে যেতে পারে।

এসময় শিক্ষার্থীরা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আমাদের শিক্ষকদের এবং বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

কামরুল হাসান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর