নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে “নজরুল কাপ” ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট – সিজন ১ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দলগুলো অংশ নেবে এই টুর্নামেন্টে।
নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে জাতীয় কবির নামে পরিচালিত এই টুর্নামেন্টটি ফিফা কর্তৃক নির্ধারিত রুলস অনুযায়ী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এর মধ্যে নিবন্ধিত ডিপার্টমেন্টগুলো এই খেলায় অংশগ্রহণ করতে পারবে।
টুর্নামেন্ট আয়োজকবৃন্দের সূত্রে জানা গেছে, খেলা চলাকালীন কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটালে সেই বিভাগকে আজীবনের জন্য নজরুল কাপ থেকে নিষিদ্ধ করা হবে। কঠোর নিয়ম-কানুনের মধ্য দিয়ে এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
টুর্নামেন্টে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলো অংশগ্রহণ করতে পারবে এবং প্রতিটি বিভাগ থেকে একটি দল অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিটি দল সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড়ের দল ঘোষণা করতে পারবে, যেখানে মাঠে ১১ জন খেলবে। যেকোনো দল চাইলে তাদের বিভাগের সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকদের খেলানোর সুযোগ পাবে।
প্রতিটি ম্যাচের সময়সীমা ৫০ মিনিট, যেখানে প্রতি অর্ধ ২৫ মিনিট করে হবে। যদি কোনো ম্যাচ নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকে, তাহলে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে। টুর্নামেন্টটি নক আউট পদ্ধতিতে পরিচালিত হবে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে এবং কমিটি যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে।
প্রত্যেক দলকে নিজেদের নির্ধারিত জার্সি পরে মাঠে নামতে হবে এবং ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে রিপোর্ট করতে হবে। যদি কোনো দল নির্ধারিত সময়ে রিপোর্ট করতে ব্যর্থ হয় অথবা ম্যাচ শুরুর সময়ের মধ্যে মাঠে উপস্থিত না থাকে, তাহলে সেই দলকে ডিসকোয়ালিফাই করে প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করা হবে।
টুর্নামেন্ট শুরুর আগে সকল বিভাগের ম্যানেজার এবং ক্যাপ্টেনদের নিয়ে লটারি অনুষ্ঠিত হবে। এছাড়া, খেলা চলাকালীন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা মাঠ খেলার অনুপযোগী হলে টুর্নামেন্ট কমিটি ম্যাচের সময় পরিবর্তনের অধিকার রাখে।
টুর্নামেন্ট চলাকালীন কোনো দল যদি খেলার নিয়ম ভঙ্গ করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে সেই দলকে আজীবনের জন্য নজরুল কাপ থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল খেলায় আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করার উদ্দেশ্যে এই টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে।
মো.সাইফুল ইসলাম/এমএ