মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
spot_img

“দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা” অনুষ্ঠানে মুখরিত ববি ক্যাম্পাস

ববি প্রতিনিধি: ববিতে প্রাথমবারের মতো আয়োজিত হলো দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ইন্তিফাদা মঞ্চের উদ্যোগে মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) ববির মুক্তমঞ্ছে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় কাওয়ালী ব্যান্ড আজাদী মঞ্চের পাশাপাশি ববির ইন্তিফাদা মঞ্চ পারফরম্যান্স করে। বিকেল ৫ টা থেকে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলমান থাকে এই অনুষ্ঠান।এ সময় সঙ্গীতশিল্পীরা বাংলা সাহিত্যের বিখ্যাত কবিতা ও গান পরিবেশন করেন। নজরুলের বিদ্রোহী চেতনার প্রভাব, দেশপ্রেম এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা মনোভাব সঙ্গীতের প্রতিটি কথায় স্পষ্ট হয়ে উঠেছিল। কাওয়ালী শুরু হলে সেটা অনুষ্ঠানকে এক ভিন্নমাত্রা যোগ করে। সুফি ধারার এই গানের জগতে সবাই এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতায় ডুবে যায়। “আল্লাহ হু”, “দমাদম মস্ত কালন্দর”, ” ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা” কাওয়ালী পরিবেশনায় শ্রোতারা পুরোপুরি নিমগ্ন ছিলেন।

অনুষ্ঠানের প্রধান আয়োজক মোহাম্মদ রফিকুল জানান, আলহামদুলিল্লাহ সুস্থ,সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যার আয়োজন। আয়োজক কমিটির যারা দিন-রাত কষ্ট করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি।যারা পাশে থেকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।যারা প্রোগ্রামে এসে শোভাবর্ধন করেছেন তাদের প্রতি হৃদয় থেকে ভালবাসা। একটি আয়োজন কখনোই ষোলকলায় পূর্ণ হওয়া সম্ভব নয়।আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।এবং প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেয়েছি।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান রাহাত বলেন, বলতে গেলে বিশ্ববিদ্যালয় জীবনের প্রায় শেষদিকে চলে এসেছি,এমন সময়ে ক্যাম্পাসে একটি সুন্দর আয়োজন “কাওয়ালী সন্ধ্যা” পেয়ে খুবই ভালো লাগলো। অনুষ্ঠানের পুরোটা সময় মাতিয়ে রেখেছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আগত আজাদী মঞ্চ ও আমাদের ক্যাম্পাসের ইন্তিফাদা মঞ্চ শিল্পীরা। প্রোগ্রাম শেষে বন্ধুরা স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে ভুললাম না,কারন পরের বছর থেকে যে যার ঠিকানায়।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইলিয়াস হোসেন আবিদ বলেন,  বিশ্ববিদ্যালয় জীবনে এমন একটা প্রোগ্রাম পাবো তা কখনও আশাকরিনি, বিশ্ববিদ্যালয় হলো মুক্ত জ্ঞান চর্চার জায়গা সেখানে এমন আধাত্মিক গানের পরিবেশ তৈরি হবে তা ছিলো কল্পনাতীত। আমাদের মাঝে প্রায় বেশিরভাগ শিক্ষার্থীই আছে কাওয়ালী গান কি তারা জানেন না কিংবা সুফীবাদ কি? তার সম্পর্কেও ভালো ধারণা নেই।

সাইফুল/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর