বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
spot_img

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ঢাবি অধ্যাপক জাহাঙ্গীর আলম

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. জাহাঙ্গীর আলম চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। তাঁর এই মেয়াদ কার্যকর হবে যোগদানের দিন থেকে। উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন এবং অন্যান্য প্রাসঙ্গিক সুবিধা পাবেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, অধ্যাপক জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন। থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (এআইটি) থেকে তিনি পরিবেশ, সম্পদ ও উন্নয়ন বিষয়ক এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণা ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে সামাজিক কাঠামো, সামাজিক সমস্যা, নগর পরিবেশ ও ভূমি ব্যবস্থাপনা। এ পর্যন্ত তিনি আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে ২২টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন।

মো. সাইফুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর