ববি প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বললেন ছাত্ররাজনীতি বন্ধ করা অগণতান্ত্রিক ও মৌলিক অধিকার পরিপন্থী। আজ মঙ্গলবার (১ অক্টোবর) বরিশাল বিশ্ববিদ্যালয় সাংগঠনিক সফর কালে শিক্ষার্থীদের সামনে একথা বলেন তিনি।
৫ আঘষ্টের গনঅভ্যুত্থানের সাথে তাল মিলিয়ে ইতিবাচক রাজনীতির সূচনা করতে তৃনমুল পর্যায়ের শিক্ষার্থীদের থেকে জনমত গঠন করছে ছাত্রদল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কলেজে গিয়ে শিক্ষার্থীদের ইতিবাচক ছাত্র রাজনীতি সম্পর্কে মতামত গ্রহণ করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। ববিতেও ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত ও ছাত্র রাজনীতি সংস্কার সম্পর্কে মতামত জানতে চান তিনি।
এসম্পর্কে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, আমরা ছাত্র রাজনীতি শুভ সূচনা করতে চাই। ছাত্র সমাজ থেকে যে ছাত্র রাজনীতি বিনির্মানের দাবী উঠেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। গত ১৬-১৭ বছর ছাত্রলীগের যে লেজুর ভিত্তিক ও দখলদারি রাজনীতি করেছে তার বিপরীতে আমরা একটি শিক্ষার্থী বান্ধব ইতিবাচক রাজনীতি করতে চাই। গেস্ট রুম কালচার, পিটিয়ে মানুষ মেরে ফেলা, জোর করে মিছিলে নিয়ে যাওয়া, ছিনতাই, ধর্ষন চলেছে এতোদিন রাজনীতির নামে।এরকম রাজনীতি ছাত্রসমাজ চিরতরে প্রত্যাখ্যান করেছে। কিভাবে আমরা ইতিবাচক রাজনীতি করতে পারি সেব্যাপারে আমরা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করছি। আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা একটি ইতিবাচক রাজনীতির রুপরেখা আমাদের দিবে। আমরা আশাবাদী শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবে।
যদি ছাত্রলীগ আবার রাজনীতি করতে চায় ছাত্রদের পাশাপাশি তাহলে কি তা গ্রহন করবে কি না এই প্রশ্নে তিনি বলেন, গত জুলাই ও আগষ্ট এই দুই মাসে গনহত্যা ও নির্যাতনের পরে ছাত্ররা ছাত্রলীগের রাজনীতি মেনে কি না এটাই এখানে আসল প্রশ্ন। দীর্ঘ সময় ধরে তারা ক্যাম্পাসে হল দখল, গেষ্ট রুম সহ নানা অনৈতিক কাজ করছে। সৈরাচারের পতনের পর থেকে এই দুই মাসে আমরা চেষ্টা করছি ছাত্রকল্যাণ রাজনীতি করার এবং ছাত্রলীগ যেনো আবার কোনো ক্যাম্পাসে না ফিরতে না পারে সেই চেষ্টা করছি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিকুজ্জামান বলেন, সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির বিপক্ষে যাওয়ার কারন আওয়ামিলীগ সরকারের ১৫-১৬ বছরের রাজত্ব। কোটা আন্দোলনেও আমরা ছাত্রলীগের ভয়ঙ্কর রুপ দেখেছি। ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগ দুর্নীতি, চাঁদাবাজি, নির্যাতন করেছে। এতেই মুলত ছাত্ররা ছাত্র রাজনীতির প্রতি বিমুখ হয়ে গেছে। আমরা ছাত্র রাজনীতি বন্ধ চাই না, চাই অপরাজনীতি বন্ধ হোক।
ববির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মরিয়ম খাতুন বলেন, আমরা চাই না ছাত্র রাজনীতি বন্ধ হোক। কারন বিগত আন্দোলন গুলোতে লক্ষ করলে দেখা যায় যে ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৪’এর বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ব্যাপক ভুমিকা ছিলো। আমরা চাই ছাত্র রাজনীতির সুষ্ঠু চর্চা হোক।
সাইফুল/এস আই আর