হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে উন্মুক্ত দাবা প্রতিযোগিতা। হাবিপ্রবি দাবা ক্লাব এর উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।
শনিবার ( ৫ অক্টোবর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আয়োজিত হবে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ।
এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা – কর্মচারীরা।
এ বিষয়ে হাবিপ্রবি দাবা ক্লাবের সহ সভাপতি সালমান মোল্যা বলেন, হাবিপ্রবি দাবা ক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর ক্লাবের পক্ষ থেকে আমরা প্রথম কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি।এই টুর্নামেন্টে বর্তমান ও সাবেক শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করবেন।অস্থির-অসহিষ্ণু এই সময়ে দাবা শিক্ষার্থীদের শেখাবে ধৈর্য ধারণের বিষয়টি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি ও বুদ্ধিকে আরও শাণিত করে তুলবে।আশা করছি এই টুর্নামেন্ট এর মাধ্যমে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সুসম্পর্ক তৈরী হবে।
কামরুল হাসান/এমএ