যবিপ্রবি প্রতিনিধি: শারদীয় দুর্গা পূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে টানা ৬ দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। তবে এ সময় শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের ৪ টি আবাসিক হল।
শনিবার (৫ই অক্টোবর) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। তবে ১৫ই অক্টোবর ফাতেমা-ই-ইয়াজদাহম উপলক্ষে ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকলেও ঐদিন অফিস কার্যক্রম চালু থাকবে বলে অফিস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যবিপ্রবির সকল ক্লাস এবং অফিস সমূহ বন্ধ থাকবে। এছাড়া আগামী ১৫ই অক্টোবর (মঙ্গলবার) ফাতেমা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষাসমূহ বন্ধ থাকবে তবে অফিসসমূহ খোলা থাকবে।
সেফা খানম/এস আই আর