শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

কুবিতে ফি বৃদ্ধির প্রতিবাদে  শিক্ষার্থীদের মানববন্ধন

কুবি প্রতিনিধি: উন্নয়ন ‘ফি’ র নামে আবাসন, সেমিস্টারসহ সকল ধরনের ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে দুপুর দেড়টায় মানবন্ধন শুরু হয়। মানববন্ধনে উপস্থিত  শিক্ষার্থীরা ফি বৃদ্ধির প্রতিবাদ জানানোর পাশাপাশি তাদের অন্যান্য দাবি দাওয়া তুলে ধরেন। 

মানববন্ধনে গণযোগাযোগ ও সাধারণ বিভাগের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, ‘উন্নয়ন ফি এর নামে যে ফি বৃদ্ধি করা হচ্ছে, সেই ফি দিতে শিক্ষার্থীরা সক্ষম কিনা না তা বিবেচনা করেনি প্রশাসন। এই ফি বৃদ্ধির অতিরিক্ত টাকা কোন খাতে ব্যাবহৃত হবে তাও জানানো হয়নি। এ ব্যাপারে প্রশাসনকে তাদের  জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মান উন্নয়নের নামে ফি বৃদ্ধি করা হয়েছে, তা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাচ্ছে। এখানে আবাসন ফি বাড়ানো হচ্ছে অথচ বেশিরভাগ শিক্ষার্থীরই আবাসন ব্যাবস্থা নাই।’

বাংলা বিভাগের শিক্ষার্থী তাওহীদ হোসেন সানি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদেশ জারি করেছে, যেখানে প্রতিটি সেমিস্টার ও ভর্তির সময় টাকা বাড়ানো হয়েছে। যা অযৌক্তিক ও অযাচিত। প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিন্মমধ্যবিত্ত থেকে পড়তে আসে। এই ফি বৃদ্ধি শিক্ষার্থীদের উপর চাপ বৃদ্ধি করবে। তাছাড়া হলের ফি ১০০ টাকা থেকে ১৫০ টাকা করা হলো। অথচ ছাত্র প্রতিনিধিদের সাথে কোনো আলোচনা করা হয়নি। সেবার মান নিশ্চিত না করে ফি বাড়ানো গ্রহণযোগ্য নয়।’

বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী আবু নাঈম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিজের উপার্জনের মাধ্যমে নিজেদের লেখাপড়ার খরচ চালিয়ে থাকে। টিউশন, কোচিং সেন্টার  কিংবা খন্ডকালীর চাকরি আমাদের উপর্জনের মাধ্যম। যখন দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে সেখানে এভাবে ফি বৃদ্ধি কতটা অযৌক্তিক। প্রশাসনকে শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত নিতে হবে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি, আবাসন ও সেমিস্টার ফি সহ সকল ধরনের ফি বাড়ানো হয়। গত ১৭ অক্টোবর রেজিস্ট্রার মো: মুজিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

আবু হানিফ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর