শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

যবিপ্রবিতে জমজমাট ক্রীড়া সপ্তাহ পালন

যবিপ্রবি প্রতিনিধি: ‘খেলাধুলা চর্চা করি, সুস্থ সবল জীবন গড়ি’ এই স্লোগানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ক্রীড়া সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে গত ২৭ অক্টোবর থেকে ১১ নভেম্বর ২০২৪ খ্রি. পর্যন্ত কেন্দ্রীয় খেলার মাঠ ও জিমনেসিয়ামে ক্রীড়া সপ্তাহের খেলাগুলো অনুষ্ঠিত হয়।

শরীরচর্চা শিক্ষা দপ্তর থেকে জানানো হয়, ক্রীড়া সপ্তাহে ব্যাডমিন্টন, টেবিল-টেনিস ও ভলিবল প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভাগভিত্তিক মোট ২৭টি দলে অংশগ্রহণ করে। ব্যাডমিন্টন (ছাত্র ও ছাত্রী) উভয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগ এবং রানার্স-আপ হয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ। টেবিল-টেনিস (ছাত্র) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পিইএসএস বিভাগ ও রানার্স-আপ হয়েছে ম্যানেজমেন্ট বিভাগ এবং টেবিল-টেনিস (ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পিইএসএস বিভাগ ও রানার্স-আপ হয়েছে এআইএস বিভাগ। ভলিবল (ছাত্র) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পিইএসএস বিভাগ এবং রানার্স-আপ হয়েছে এআইএস বিভাগ। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

ক্রীড়া সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের প্রধান কাজ হলো পড়াশোনা করা। পড়াশোনার পাশাপাশি সহপাঠ্য কার্যক্রম হিসেবে খেলাধুলায়ও অংশগ্রহণ করতে হবে। তবে খেলাধুলার মধ্যে আবেগকে নিয়ন্ত্রণ করে এটাকে আনন্দ হিসেবে নিতে হবে। এ বিশ্ববিদ্যালয় গবেষণা ও একাডেমিক কার্যক্রমে অনেক এগিয়েছে। তবে খেলাধুলায়ও আমরা পিছিয়ে নেই। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটিকে আরও খেলার উপযোগী করে তোলার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সাংগঠনিক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নাসিম রেজা। সমাপনী অনুষ্ঠানে যবিপ্রবির ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ড. মোহাম্মদ কামাল হোসেন, প্রক্টর ড. মো. আমজাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন, পরিবহন প্রশাসক ড. মো. শিমুল ইসলাম, শরীরচর্চা শিক্ষা দপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহ-হিল-কাফি, মো. আব্দুল ওয়াহেদ, উজ্জ্বল চন্দ্র সূত্রধর, ইকরামুল বাশার, মো. শাহিনুর রহমান, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মো. রায়হান রাকিব।

সেফা খানম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর