রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
spot_img

নিহত সিয়ামের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নোবিপ্রবি প্রশাসনের

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মো: মোস্তফা তারেক সিয়ামের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে নোবিপ্রবি প্রশাসন । আজ মঙ্গলবার (১২ নভেম্বর)  নোবিপ্রবি উপাচার্য দপ্তরে  এই সহায়তা প্রদান করা হয়।এ সময় নোবিপ্রবি উপ- উপাচার্য, প্রক্টর ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ ও শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। 

এ সময় সিয়ামের পরিবারের পক্ষ থেকে  তার পিতাকে ২ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয় এবং আনুষঙ্গিক খরচ বাবদ ১ লাখ টাকা প্রদান করা হয়।

উল্লেখ্য, বিগত ৩০ অক্টোবর হার্ট অ্যাটাক করে নোবিপ্রবি শিক্ষার্থী মো. মোস্তফা তারেক মৃত্যুবরণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের  শিক্ষা প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ওইদিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মো. মোস্তফা তারেকের গ্রামের বাড়ি নড়াইল জেলার আলাদাতপুর গ্রামে। 

এ সময় নোবিপ্রবি উপাচার্য ড.মুহাম্মদ ইসমাইল বলেন, “সিয়ামের মৃত্যুতে আমরা  নোবিপ্রবি পরিবার  গভীরভাবে শোকাহত। সিয়ামের পরিবারের ভবিষ্যতের যেকোনো  প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

সিয়ামের পিতা মোঃ: শরীফুল ইসলাম তার একমাত্র ছেলে  সিয়ামের এ অকাল মৃত্যুতে  আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় তিনি নোবিপ্রবি প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সিয়ামের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আবদুল্লাহ আল মামুন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর