বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২৪ তম ‘বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) সকালে বাকৃবির কৃষি সম্প্রসারণ ভবনের জিটিআই শ্রেণীকক্ষে
বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এবং জিটিআই এর ব্যবস্থাপনায় ওই উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাকৃবির জিটিআই পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির এবং রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন। এছাড়াও আইকিউএসি’র পরিচালক ও ট্রেনিং এর সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মাছুমা হাবীব, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘আসলে শেখার কোনো শেষ নেই। কর্মকর্তাদের স্কিল বাড়ানোর প্রতি আরো নজর দিতে হবে এবং কঠোরভাবে ট্রেনিং সম্পন্ন করে পেশাগত জীবনে কাজে লাগাতে হবে’।
তিনি আরো বলেন, ‘জিটিআই কর্তৃপক্ষের বাইরে থেকে রিসোর্স পার্সন আনা উচিত। এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সুপরিবর্তন আসবে এবং তাদের মধ্য থেকেই রিসোর্স পার্সন তৈরি হবে বলে আশা রাখছি।’
উল্লেখ্য, চলতি বছরের ১৭ নভেম্বর হতে ১১ ডিসেম্বর পর্যন্ত ২৫ দিনের এই বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
আসিফ ইকবাল/এমএ