ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রহস্যজনক ভাবে সিলিং ফ্যানের সাথে গামছায় ঝুলানো অবস্থায় মো. আকমল (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টায় শহরের দড়িনারিচা থানাপাড়া জনৈক আবদুল্লাহ আল মামুনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আকমল ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের দোভাষী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বথ পালিগাঁও গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে।
এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য নিহত আকমল এর তৃতীয় স্ত্রী শবনম মুশতারী স্বর্ণা (২৮) কে থানায় নিয়ে গেছে পুলিশ। গত তিন মাস পূর্বে পূর্বের স্বামী কিশোরগঞ্জের নিকলীর মোর্শেদকে ডিভোর্স দিয়ে পরিবারের অমতে আকমলকে বিয়ে করেন।
সিয়াম রহমান/এমএ