জাবি প্রতিনিধি: নতুন কমিটি দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি, যেখানে সভাপতি ও সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী মোঃ আমিনুর ইসলাম আমিন (নীরব) এবং রবিউল আলম রাজ।
রবিবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে আরো আছেন সহ-সভাপতি হিসেবে মুজাহিদ বান্না, আশরাফুল আলম, তন্ময় হোসেন ইমন, ইয়াসমিন আশা, নাজমুল হোসেন, মনির হোসেন, মাকসুদুল আলম অয়ন।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসবে আল ফাহাদ, বিপ্লব হোসেন, মোহনা হাসান, আল আমিন, আল ফারাবী, পূষুতি খান। সাংগঠনিক সম্পাদক হিসাবে নিশি মনি, রাকিবুল হক, সাজিদ হোসেন, রোদেল। কোষাধ্যক্ষ হিসাবে আছেন মোঃ আলিফ, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাজিব, প্রচার সম্পাদক রাব্বি আমিন আবির, ক্রীড়া সম্পাদক রবিন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পূর্ববী সরকার, আইন বিষয়ক সম্পাদক তাহরিমা রহমান অনন্যা, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক রিদোয়ান, গ্রন্থ ও প্রকাশনা মাহফুজুর রহমানসহ অনেকে।
সভাপতি মোঃ আমিনুর ইসলাম আমিন বলেন, বিগত বছরগুলোতে জাহাঙ্গীরনগরের বুকে মেধার স্বাক্ষর রেখে চলেছে মানিকগঞ্জের শিক্ষার্থীরা। মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি-জাবি এর সভাপতি হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব ন্যায় এবং সততার সাথে পালন করতে চাই। আশা করি মানিকগঞ্জের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর এবং দেশের মুখউজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এর আগে উক্ত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে ছিলেন ৪৭ তম আবর্তনের হৃদয় হোসাইন এবং একই ব্যাচের মাঈনুল ইসলাম খান ।
মোঃ আরিফ হোসেন/এমএ