কুবি প্রতিনিধি: দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পর এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে পরিচয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিষয়টিকে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের ‘আত্মপ্রকাশ’ হিসেবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক দাবি করা দুই শিক্ষার্থী হলেন― লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবার অনুষ্ঠানে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের আমন্ত্রণ জানানোর জন্য দেয়া ফোনে তারা নিজেদের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক পরিচয় দেন।
অতীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের কমিটি থাকলেও তারা পরিচয় প্রকাশ করে সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি বলে দাবি করেন নিজেদের বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক দাবি করা দুইজন। তাদের দাবি, ছাত্রশিবির এবারই প্রথমবারের মত ঘোষণা দিয়ে কোন অনুষ্ঠান আয়োজন করতে পারছে।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদকের পরিচয় প্রকাশ্যে আসার পর পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। তবে নিজেদের পরিচয় প্রকাশ করায় শিক্ষার্থীরা বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। তবে অনেকে প্রশ্ন তুলেছেন রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রশিবিরের কার্যক্রম নিয়ে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক দাবি করা ইউসুফ ও মাজহার এই বিষয়ে প্রশ্নের উত্তর নবীনবরণ অনুষ্ঠানের পরে দিবেন বলে জানান। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পরিচয় দেয়া লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ইউসুফ ইসলাহির সাথে কথা বলতে চাইলে তিনি নিশ্চিত করেন তিনি সভাপতি পদে আছেন। তবে পূণাঙ্গ কমিটি ও অন্যান্য প্রশ্নের উত্তর পরে দিবেন বলে জানান।
এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মজহারের সাথে কথা বলার সময় তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক পরিচয় দেন।
আবু হানিফ/এমএ