শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

গুচ্ছ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি: গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

বিশ্ববিদ্যালয়ের ৬৫ তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে মন্ত্রনালয়ের অনুমোদন পেলে চুড়ান্তভাবে গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে নোবিপ্রবি।  

এবিষয়ে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, অফিশিয়াল ভাবে সিদ্ধান্ত হলো আমরা গুচ্ছ থেকে বের হয়ে যাবো। বর্তমানে চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এখন গুচ্ছ পদ্ধতিতে নেই। আসলে তাদের সিদ্ধান্ত ওরা নিতেই পারে কারণ ওরা স্বায়ত্তশাসিত।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো একপ্রকার সরকারি বিশ্ববিদ্যালয়। আমরা বলতে গেলে সরাসরি সরকারের অধীনে। তাই আমরা চাইলেও অনেক কিছুই পারি না। মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। তবে আমরা নোবিপ্রবির সব ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিয়েছি।একটি ডিপার্টমেন্ট ছাড়া সব ডিপার্টমেন্ট গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সম্মতি দিয়েছে।সরকারের অনুমোদন পেলে আমরা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবো। 

 নিজস্ব ভর্তি পদ্ধতিতে সেকেন্ড টাইম থাকবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন,মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আমরা তাদের বিষয়ে সিদ্ধান্ত নিবো।

এবিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাঈল বলেন, গুচ্ছ থেকে বের হতে আমরা একমত হয়েছি এবং শিক্ষার্থীদের কষ্ট কমাতে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছি। মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত বিবেচনায় আমরা আগামী ভর্তি পরীক্ষা পদ্ধতির সিদ্ধান্ত গ্রহণ করে।

আবদুল্লাহ আল মামুন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর