মো: এ কে নোমান, নওগাঁ: র্যাবের অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর আনিছুর হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি মো. আলভী (২৩) ও ঝুমুর বেগম (৩৭) কে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টায় নওগাঁ জেলার সদর থানাধীন চকএনায়েত মাস্টারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বরিশালের কাউনিয়া থানার হত্যা মামলা (মামলা নং-০৩, তারিখ: ০৫/১০/২০২৪) অনুযায়ী র্যাব-৫ এর একটি আভিযানিক দল নওগাঁ পৌরসভার মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. আলভী ও ঝুমুর বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, মামলার এজাহার অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ১১টা ৪৫ মিনিটে বরিশালের কাউনিয়া থানার চর আবদানী গ্রামের আনিছুর রহমান (৪১) তার বসতবাড়ির উঠানে সন্ত্রাসী হামলার শিকার হন। পূর্ব শত্রুতার জেরে আসামি মো. আলভী ধারালো ছুরি দিয়ে আনিচুরের পেটের বাম পাশে একাধিক আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যান আনিচুর। তার চিৎকার শুনে স্ত্রী সোনিয়া বেগমসহ স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত অবস্থায় স্বজনরা আনিছুরকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর ২০২৪ তারিখ আনিছুর রহমান মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী সোনিয়া বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৮৬০ সালের পেনাল কোডের ৪৪৭/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. আলভী (২৩), পিতা: শরিফুল ইসলাম সুমন, ও ৩ নম্বর আসামি ঝুমুর বেগম (৩৭), পিতা: শহাজাহান ফরাজী—উভয়ের স্থায়ী ঠিকানা বরিশালের কাউনিয়া থানার চর আবদানী গ্রামে।
র্যাব-৫ এর সিপিসি-৩ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে বরিশালসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অবশেষে ১৮ নভেম্বর রাতে নওগাঁ পৌরসভার মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়
পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
/এমএ