শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

নারী শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে জাবিতে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি 

জাবি প্রতিনিধি: গতকাল (১৯ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা করিম রাচির আকস্মিক মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পূর্বঘোষিত ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছে জাবির ৫৩তম আবর্তনের শিক্ষার্থীরা।

আজ (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেইট) এ ব্লকেড কর্মসূচি পালিত হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে সকল ধরনের মোটরচালিত যান প্রবেশ বন্ধ রয়েছে। তখন কিছু গাড়ি ফটকের সামনে পার্কিং করা অবস্থায়ও দেখা গেছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী মারজান বলেন, “ডেইরি গেইটে সকাল ৬টা থেকে আমরা ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছি৷ বাইরে থেকে মোটরচালিত কোনো গাড়ি ভিতরে প্রবেশ করতে দিচ্ছি না। ভেতরেও মোটরচালিত কোনো গাড়ি আজকে চলবে না। দুপুরে রাচির জানাজা অনুষ্ঠিত হবে। অন্তত সে পর্যন্ত আমাদের এই ব্লকেড কর্মসূচি চলবে৷”

উল্লেখ্য, রাচির এ মর্মান্তিক মৃত্যুতে গতকাল রাত পৌনে নয়টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ দুর্ঘটনায় এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার আব্দুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিককে দায়িত্বে অবহেলার অভিযোগ সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আজ বুধবার (২০ নভেম্বর) ক্যাম্পাসে শোক দিবস পালিত হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

মোঃ আরিফ হোসেন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর