হাবিপ্রবি প্রতিনিধি: ফেসবুকে নবীন শিক্ষার্থীদের নিয়ে ” নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন” শীর্ষক অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে প্রকাশ্যে এলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) শাখা শিবিরের সভাপতি এবং সেক্রেটারি ।
বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় নিজেদের ফেসবুক পেজে এই নবীনবরণ অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়।
জানা গেছে, হাবিপ্রবি শিবিরের সভাপতি মুহা. রেদওয়ানুল হক গনিত বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী। সেক্রেটারি সমাজবিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ রিয়াদ।
হাবিপ্রবি ছাড়াও ঢাকা কলেজ , ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করে সংঘঠনটি।
কামরুল হাসান/এমএ