জাবি প্রতিনিধি: গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় বেপরোয়া রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা করিম রাচির মর্মান্তিক মৃত্যু হলে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে শাটল বাস চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ (২১ নভেম্বর) বৃহস্পতিবার জাবি স্কুল এন্ড কলেজ থেকে সোজা মীর মশাররফ হোসেন হল রুট, ছাত্রীদের হল হয়ে আরেকটি রুট এবং চোরঙ্গী, চিকিৎসা কেন্দ্র, সালাম-বরকত হল হয়ে মীর মশাররফ হোসেন হল রুটসহ মোট তিনটি রুটে বাস চলাচল করে।
এদিকে শহীদ তাজউদ্দীন আহমদ হল, শেখ রাসেল হল, শহীদ রফিক-জব্বার হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে নেই কোনো বাস কিংবা অন্যকোনো যানের ব্যবস্থা। এতেই অসন্তোষ প্রকাশ করেছেন এসব হলের শিক্ষার্থীরা।
শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী মো. সুমন আলী (সরকার ও রাজনীতি – ৫১) বলেন, “প্রশাসন যে শাটল বাস চালু করেছে তা এই রুটে আসে না। ফলে আমরা যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছি। হঠাৎ করে রিকশা বন্ধ করা কোনো দীর্ঘমেয়াদি সমাধান নয়। বরং শাটল বাসের পাশাপাশি রেজিস্ট্রেশন করে লিমিটেড রিকশা চালু রাখা হোক।”
শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী খায়ের মাহমুদ (তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি – ৫০) বলেন, “প্রায় ২ বছর যাবৎ হল চালু হলেও এখনও গ্যাস সংযোগ দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, ফলে আর্থিক ও দৈহিক ক্ষতির সম্মুখীন হচ্ছে নতুন চালু হওয়া হলগুলোর শিক্ষার্থীরা। সম্প্রতি এই রুটে শাটল বাস চালু না করে রিকশা পুরোপুরি বন্ধ করার মাধ্যমে হয়রানির নতুন মাত্রা যোগ করল প্রশাসন।”
কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী সাকিব আল হাসান (সরকার ও রাজনীতি – ৫১) বলেন, “প্রশাসন রিকশা বন্ধ করে শাটল বাস চালু করেছে, যার সার্ভিস এখানের ৫টি হল পাচ্ছে না। শহীদ রফিক-জব্বার হলের ভাঙা রাস্তাটি দ্রুত সংস্কার করে সালাম-বরকত হল থেকে তাজউদ্দীন হয়ে নতুন রুট চালু করা হোক।”
এই বিষয়ে জানতে চেয়ে পরিবহণ অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আওলাদ হোসেনকে একাধিক বার কল দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
মোঃ আরিফ হোসেন/এমএ