শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

পবিপ্রবি’তে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মামুন আর রসিদ এর সভাপতিত্বে ও ডেপুটি রেজিস্ট্রার হাচিব তুসার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল লতিফ।  আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা -কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তব্যরা বিপ্লবও সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব আলোচনা করেন। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির  বক্তব্যে পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “১৯৭৫ সালের ৭ই নভেম্বরের এই বিপ্লবেকে গাথা যায় ২০২৪ এর ছাত্র আন্দোলনের সাথে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে  স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ও নিজে যুদ্ধ করেছেন। পবিপ্রবি’র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের হল টাকে আমরা পুরাতন নামে ফিরিয়ে আনতে চাই।”

নেছার আহমেদ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর