বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img

আদিবাসীদের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ববি প্রতিনিধি: আদিবাসী উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিক্ষোভ বিছিল করেন তারা।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ক্যাম্পাস ঘুরে ভিসি গেইটে শেষ হয় এই মিছিল। 

এব্যাপারে জানতে চাইলে ববি ছাত্রদলের নেত্রী ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারন সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি বলেন, “একটা দেশ তখনই উন্নত হবে যখন সেই দেশের ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীকে তারা স্বীকৃতি দেবে। যদি স্বীকৃতি দিতে না পারে, অন্তত তাদের প্রতি শ্রদ্ধাবোধ রাখবে। কারও অনুভূতিতে অন্তত আঘাত করা হবে না।যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের নিন্দা ও ধিক্কার জানানোর ভাষা আমার নাই। একজন নারীর মাথায় ১২ টি সেলাই, লাঠিতে পতাকা বেধে এ হামলা পুরো দেশের ঐক্য ও শান্তির ওপর হামলার প্রয়াশ তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক।”

ববি ছাত্রদল নেতা আজমাইন সাকিব বলেন, আপনারা জানেন গতকাল  আদিবাসী শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে যখন বিক্ষোভ করছিল তখন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদের পতনের পর এরূপ আচরণ মেনে নেওয়ার মতো নয়। আমরা চাই প্রশাসন থেকে দ্রুত এ বিষয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহন করা হোক।

সময় উপস্থিত ছিলেন, ইসলাম আরিফ, আজমাইন সাকিব , মাহমুদ ইমরান,মো: আব্দুল্লাহ নূর কাফি,জিয়াদুর রহমান,এ আরাফাত, ওসমান সাকিব, মো: রিফাত মাহমুদ, মো: সাজ্জাদ হোসেন,মো: মিরাজ,মো: সাকিব মিয়া ,সায়মন,তাহমিদ হক মামুন  রতন, জাফর, আলভী, নাহিদ প্রমুখ।

সাইফুল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর