জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় অযৌক্তিক পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।
আজ মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক এবং আবাসিক হলসমূহ প্রদক্ষিণ করে রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে এসে একত্রিত হয়।
এ সময় শিক্ষার্থীদের “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো; জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে; কোটা না মেধা, মেধা মেধা; হলে হলে খবর দে, পোষ্য কোটার কবর দে; এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন; সংস্কার না বাতিল, বাতিল বাতিল; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এ ব্যাপারে ইতিহাস বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নিবির ভূইয়া বলেন, “আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অযৌক্তিক পোষ্য কোটা বাতিলের দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়েছি। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কারোরই পোষ্য কোটার কোনো যৌক্তিকতা নেই। আজ আমরা এই পোষ্য কোটা চিরতরে বাতিল করার জন্য আন্দোলনে নেমেছি।”
আইন ও বিচার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাওছার আলম বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের যৌক্তিক দাবি ওঠে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে বাতিল করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও পোষ্য কোটা বাতিল নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করি। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের একাংশ আমরণ অনশনে বসে তারপর উপাচার্য ও সংশ্লিষ্ট জনদের মাধ্যমে পোষ্য কোটার বিষয়টি সমাধানের আশ্বাসে শিক্ষার্থীরা অনশন থেকে সরে আসে। তবে এর বিপরীতে পোষ্য কোটার সুবিধাভোগীরা আজ অযোক্তিক আন্দোলন করে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তারা এক সাধারণ শিক্ষার্থীর উপর চড়াও হয় এবং তাকে শারীরিক ভাবে হেনস্তা করে। তারই প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিল এবং তাদের হামলার সুষ্ঠু বিচার চেয়ে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি।”
এর আগে গত দুইদিন ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে গতরাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পোষ্য কোটা সংস্কারের ঘোষণা দেন।
সেই ঘোষণার বিরুদ্ধে আজ সকাল ১১টায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা একটি মিছিল নিয়ে প্রশাসনিক ভবন অবরোধ করে। পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা, উসকানিমূলক আচরণ এবং শিক্ষার্থীদের সাথে হাতাহাতির অভিযোগ পাওয়া গেছে।
এরই প্রতিবাদে শিক্ষার্থীরা ফুঁসে ওঠে এবং সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে সবাইকে একত্রিত করেন। রিপোর্ট লেখা পর্যন্ত এখনও প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন জাবি শিক্ষার্থীরা।
মোঃ আরিফ হোসেন/এমএ