শুক্রবার, মে ১৭, ২০২৪
spot_img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে প্রতি আসনে লড়বে ৫২ শিক্ষার্থী

এম.ইউছুফ আরমান, চট্টগ্রাম: চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শেষ হয়েছে।এবার অতীতের সব রেকর্ড ভেঙে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে হিসাবে এবার আসনপ্রতি প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫২ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আবেদন করেছেন ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন। আবেদন ফি জমা দিয়েছেন ২ লাখ ৪১ হাজার ৫৪৪ জন। ইউনিট প্রতি আবেদন’এ’ ইউনিটে ১ লাখ ১ হাজার ৬৬৩ জন। ‘বি’ ইউনিটে ৬৮ হাজার ৩৯৬, ‘বি’-১ উপ- ইউনিটে ২ হাজার ৭৬৩, ‘সি’তে, ১৮ হাজার ৭৯৫, ‘ডি’ ইউনিটে ৫৯ হাজার ৯০৬ এবং ‘ডি’-১ উপ- ইউনিটে ৩ হাজার ১৪৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার সময়সূচি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২ মার্চ, শেষ হবে ১৬ মার্চ। ২ মার্চ ‘এ’ ইউনিটের, ৮ মার্চ ‘বি’ ইউনিটের, ৯ মার্চ ‘সি’ ইউনিটের এবং ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক ১০ ও ১১ মার্চ হবে।

প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ২ লাখ ৫৬ হাজার। গত বছর আসন প্রতি লড়াই করেছিলেন ৪০ জন শিক্ষার্থী। এবার ৫৬ হাজার আবেদন বেশি হওয়ায় আসনপ্রতি ১২ জন বেড়ে ৫২ জন ভর্তির প্রতিযোগিতায় থাকছেন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর