সোমবার, মে ২০, ২০২৪
spot_img

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবসৃষ্ট ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান হলেন উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন সৃষ্ট ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক অফিস আদেশে উপাচার্যের অনুমোদনে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ূন কবীর। উক্ত অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন – ২০০৬ অনুসারে ২৯/০১/২০২৪ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে নবসৃষ্ট ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করবেন।

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুইটি নতুন বিভাগ ইতিহাস এবং ফার্মেসী চালু করার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ইতিহাস বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে চলতি বছর তথা ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে। আগামী বছর থেকে ফার্মেসী বিভাগেও ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।

মোঃ সাইফুল ইসলাম সাজ্জাদ/ এস আই আর

    - Advertisement -spot_img

    রাজনীতি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

    সর্বশেষ সব খবর