সোমবার, মে ২০, ২০২৪
spot_img

রাবি কর্মচারীদের পোষাক পরিধানের বিষয়ে সভা অনুষ্ঠিত

মাফুজুর রহমান ইমন,রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মচারীদের নির্ধারিত পোষাক পরিধানের বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্যের কনফারেন্স কক্ষ সভাটি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহিত হয় আগামী সপ্তাহ থেকে পোষাক ভাতা প্রাপ্ত কর্মচারীগণ সকলেই নির্ধারিত পোষাক পরে কর্মদিবসে অফিসে আসবেন। রেজিস্ট্রার দপ্তর থেকে সকল দপ্তর ও শাখা প্রধানকে পত্র দ্বারা সংশ্লিষ্ট কর্মচারীগণকে পোষাক পরিধান করার বাধ্যবাধকতার বিষয়ে অবহিত করা হবে। প্রশাসন ভবনসমূহের দপ্তর ও শাখাগুলো থেকে এই কার্যক্রম শুরু হবে। সহায়ক, সাধারণ ও পরিবহণ টেকনিক্যাল কর্মচারী সমিতিগুলো তাদের নিজ নিজ সদস্যদের দাপ্তরিক পোষাক পরিধান করার বাধ্যবাধকতার বিষয়ে অবহিত ও উৎসাহিত করবেন।

উপ-উপাচার্য অধ্যাপক .সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, সহায়ক, সাধারণ ও পরিবহণ (টেকনিক্যাল) কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর