ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ বৃহস্পতিবার (৩১অক্টোবর) বিকালে ঈশ্বরদী বাজারের ১নং গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাবনা সদর থানার কাশিপুর গ্ৰামের মৃত মুক্তার হোসেনের ছেলে আলামিন ওরফে মুন্না (৩২) ও পাবনার সুজানগর খাড়পাড়া গ্ৰামের আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন শামীম (২৯)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল (ঈশ্বরদী) এর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, মুন্না ও শামীম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ঈশ্বরদীসহ আশেপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করতো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ঈশ্বরদী বাজারের ঈশ্বরদী বাজারের ১নং গেট সংলগ্ন রিক্সা সমিতি মার্কেটের সামনে স্কুটি মোটরসাইকেলের সিটে বসা অবস্থায় তল্লাশি করলে ৮শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং তাদেরকে আটক করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। পরে তাদেরকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
সিয়াম রহমান/এমএ