রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
spot_img

মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম স্থানসহ ফলে এগিয়ে বেশির ভাগ মেয়েরা

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেলে কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের মেডিকেল পরীক্ষায় পাস করেছেন ৪৭.৮২ শতাংশ ভর্তিচ্ছু, যা সংখ্যায় ৪৯ হাজার ৯২৩ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জনসহ ফলে এগিয়ে রয়েছেন মেয়েরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন।

তিনি জানান, এ বছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭.৮৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় ছেলেদের পাসের হার ৪০.৯৮ শতাংশ বা ২০ হাজার ৪৫৭ জন এবং মেয়েদের পাসের হার ৫৯.০২ শতাংশ ।

এছাড়া, মেডিকেলে সুযোগপ্রাপ্তদের মধ্যেও মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত মেয়েদের সংখ্যা তিন হাজার ৬৮ জন (৫৬.৫৪ শতাংশ)। ছেলের সংখ্যা দুই হাজার ৩১২ জন (৪৩. ২৬ শতাংশ)।

প্রকাশিত ফলে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের ছাত্রী তানজিম মুনতাকা সর্বা। তার মোট প্রাপ্ত নম্বর ৯২.৫।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর