শুক্রবার, মে ১৭, ২০২৪
spot_img

কবিতা: একুশ


মোঃ মিঠুন আলী

একুশ আসে বারে বারে
বারে বারে ফিরে যায়
ভাই হারানো বোনটি আজও
ভাইয়ের দেখা চাই।

ছেলে হারা মা টা আজও
চেয়ে থাকে তার পথে-
কখন বুঝি খোকা আমার
ফিরবে আপন ঘরে।

বাবা হারা সন্তানেরা
চাই যে তাকে পাশে
বাবার আদর ভালোবাসায়
থাকতে চাই সুখে।

সবাই হয়তো চাইছে তাদের
মিথ্যে আশা নিয়ে-
তারা কখনো ফিরবে না আর
তাদের আপন নীড়ে।

তাদের কভূ ভূলবোনা মোরা
যারা দিয়ে গেছে প্রাণ
তাদের প্রতি রইলো আমার
বিনম্র সম্মান।

লেখক: মিঠুন আলী
- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর