রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
spot_img

গ্রেপ্তারের ৬ ঘণ্টা পর মুক্ত ইলিয়াস হোসেন

যুক্তরাষ্ট্রে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন ও তার বোন যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নিরু নীরার করা মামলায় গ্রেপ্তার হয়ে ৬ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন আরেক আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন।

সম্প্রতি ইলিয়াস হোসেনের প্রকাশ করা কয়েকটি ভিডিও নিয়ে আপত্তি তোলেন জ্যাকব মিল্টন ও তার বোন নিরু নীরা।

ইলিয়াস হোসেনের ওই ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করেন জ্যাকব মিল্টন ও তার বোন। এই মামলায় ইলিয়াস হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

জানা যায়, গত পহেলা ফেব্রুয়ারির মধ্যে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদনের শেষ দিন ছিল ইলিয়াসের। ফলে ওই দিন নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ইলিয়াস হোসেন পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চান। পরে দুপুর দেড়টার দিকে ইলিয়াস হোসেনের জামিন মঞ্চুর করেন আদালত।

এ বিষয়ে জ্যাকব মিল্টন জানান, ওই মানহানিকর ভিডিওর ব্যাপারে আদালতের রায়ের মাধ্যমেই ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে তিনি দ্রুত যথাযথ পদক্ষেপ নেবেন। তবে এ রিপোর্ট লেখার সময় ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটি পাওয়া যায়নি।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর