স্টাফ রিপোর্টার: বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি’র সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগ সরকার কর্তৃক গুমের শিকার হয়ে ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন।
দীর্ঘ ৬৩ দিন পর ২০১৫ সালের ১১ই মে শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করে ভারত সরকার। এ মামলায় এবং আপিলেও পরে তিনি খালাস পান। তার পর থেকে দেশে ফেরার জন্য বার বার আবেদন জানিয়েও ট্রাভেল পাস পাননি।
গত ৬ আগস্ট ২০২৪ গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের অফিস থেকে ট্রাভেল পাসটি পৌঁছে দেওয়া হয় সালাউদ্দিন আহমেদকে।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল ১১ আগস্ট ২০২৪, রবিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেশে ফিরবেন তিনি।