নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কারের লক্ষ্যে একজোট হয়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। এই সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধান এবং ইতিবাচক পরিবর্তন আনতে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদী তারা।
এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করে বিভাগভিত্তিক ছাত্র ছাত্রীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়। শিক্ষার্থীদের দাবি, শিক্ষার পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণই তাদের মূল লক্ষ্য। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহিরাগতদের আক্রমণ থেকে রক্ষায় সচেষ্ট থাকার জন্য আহ্বান জানান তারা।
সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলার ধ্বংসযজ্ঞ ও আঙিনা পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ নেন অনেকে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বৃক্ষগুলোর সঠিক পরিচর্যার লক্ষ্যে শিক্ষার্থীরা এগিয়ে এসেছে। একইসঙ্গে, স্বৈরাচার সরকারের পক্ষের প্রশাসনিক ব্যক্তিবর্গের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ত্রিশাল বাজারে দ্রব্যমূল্য মনিটরিং কার্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীরা। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মরণে গ্রাফিতি অংকন করা হয়।
শিক্ষার্থীরা জানান, দেশ স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে, এখন তারা নিজেদের মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করছেন এবং দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে পারছেন। তাদের বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের সংস্কার দেশের বৃহত্তর পরিবর্তনের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ। সকল বিভেদ ভুলে ধর্ম, মত নির্বিশেষে সবাইকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে তারা একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের সংস্কার কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক ইতিবাচক পরিবর্তনে সবাই এগিয়ে এসে স্বাধীন মত প্রকাশে যেন দ্বিধাবোধ না করেন।
মো. সাইফুল ইসলাম/এস আই আর