বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জে গনহ’ত্যার বিচারের দাবিতে বিএনপির সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গণআন্দোলনে নিহত ও আহত ছাত্রদের প্রতি শ্রদ্ধা এবং গণহত্যাকারীদের বিচার, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে বিএনপি। শনিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশীদ।

সমাবেশে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ আরও বলেন, সরকার পতনের গণআন্দোলনে নিহতদের শহীদের মর্যাদা দিতে হবে। সেই সাথে স্বৈরাচার হাসিনা সরকারের তৈরি ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা বাতিল করতে হবে।

আ.লীগকে জামায়াতে ইসলামীর ক্ষমা করার কঠোর সমালোচনা করে সাবেক এমপি হারুন বলেন, গনহত্যার রক্ত আমাদের এখনো শুকায়নি। যারা গত ১৫ বছরে হাজার হাজার নিরীহ মানুষ গুম হত্যা করেছে, শিক্ষার্থীদের নির্বিচারে গুলি চালিয়েছে, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জামায়াত। কে এই অধিকার দিয়েছে, দায়িত্ব দিয়েছে আপনাদেরকে ক্ষমা করার? আপনাদের নেতা ও প্রখ্যাত আলেমদের ফাঁসি দিয়েছে। আমরা শেখ হাসিনাসহ তাদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, বিএনপি নেতা শামসুল হক,  আ ক ম শহিদুল আলম বিশ্বাস পলাশ, তাসেম আলীসহ অন্যান্যরা।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর