নীলফামারী প্রতিনিধি: সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে সোমবার (২১ অক্টোবর) বিকেলে, নীলফামারী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে, মত বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল মালুম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রাজু পারভেজ, যুগ্ম আহবায়ক পায়েলুজ্জামান রক্সি, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল, সদস্য সচিব আসলাম পারভেজ প্রমুখ।
এ সময় শিক্ষার্থীদের মাঝে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এছাড়া সদর উপজেলার আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন পেশার লোকজনের সাথে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরনের বিভিন্ন নেতাকর্মীরা।
সেলিম রেজা/এমএ