বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠন এবং আলমগীর মাহমুদ আলমকে সিনিয়র যুগ্ম আহবায়ক মনোনীত করায় গফরগাঁওয়ে আনন্দ মিছিল করেছে তার সমর্থকরা। শুক্রবার বিকেলে গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়নস্থ ২নং ওয়ার্ডের নতুন বাজার ও পাগলার মোড় একতা বাজার এলাকায় আনন্দ মিছিল আয়োজন করে চরআলগী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন ৩নং চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বদর উদ্দিন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মাষ্টার, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ জাতিয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান মড়ল, বাবুল আকন্দ, আল আমিন ফরাজীসহ আরো স্থানীয় নেতৃত্ববৃন্দ।
বিএনপি নেতা নজরুল ইসলামের উদ্দোগে আয়োজিত আনন্দ মিছিল অনুষ্ঠানে উপস্থিত নেতারা জানান চরআলগী ইউনিয়নের কৃতিসন্তান আলমগীর মাহমুদ আলম কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করায় আমরা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। নবগঠিত কমিটির প্রতি সন্তোষও প্রকাশ করেন নেতারা।
আব্দুল হালিম/এমএ