শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

যতদিন বাঁচি মানুষের কল্যাণে বাচবো, মানুষের জন্য নিয়োজিত রাখবো-আশিক মাহমুদ সোহেল

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজী, অবৈধ দখলদারিত্ব ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ সোহেল, শত শত নেতা কর্মী নিয়ে সমাবেশে যোগদান করেন।

এসময় আশিক মাহমুদ সোহেল বলেন, আমার রক্তের শিরায় উপশিরায় বিএনপির রাজনিতি মিশে গেছে, ২০০৮ সালে আমি মামলা খেয়ে দেশ ছারতে বাধ্য হই তবু বির মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভুলে যায়নি, তার আদর্শ বুকে লালন করে রাজনীতি করছি। আমি রাজনিতি শিখেছি আমার প্রান প্রিয় নেতা জননেতা ইকবাল হোসেন ভাই এর থেকে। তিনি একটা কথা বলেন, জতদিন বাঁচি মানুষের কল্যাণে বাচবো মানুষের জন্য নিয়োজিত রাখবো নিজেকে, আমি সত্যিই গর্বিত এমন এক নেতার কাছ থেকে রাজনীতি শিখতে পেরে, এই নারায়ণগঞ্জ এ যদি বিএনপি’র কোন নেতা সবচাইতে বেশি নির্যাতিত নিপীড়িত হয়ে থাকে তাহলে আমাদের সিদ্বিরগঞ্জ থানার বিএনপির সাধারন সম্পাদক সংগ্রামি নেতা ইকবাল হোসেন ভাই। ইকবাল হোসেন বিগত সরকারের আমলে স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে পর পর দুই বার বিপুল ভোটে নাসিক ২ নং ওয়ার্ডের কাউন্সিল হিসেবে নির্বাচিত হন, আমি জতদিন বাচি আল্লাহ জেন আমাকে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করার সুযোগ করে দেন, আমিন।

জনসভায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো: ইকবাল হোসেনের সঞ্চালনায় উক্ত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, এসএম আসলাম, জিএম সাদরিল, জেলা কৃষক দলের সদস্য সচিব মুহাম্মদ কায়সার রিফাত, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, ডিএইচ বাবুল, মো: রওশন আলী, একেএম সামছুল হক, এড. মাসুদুজ্জামান মন্টু, যুগ্ন সম্পাদক আবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী আলী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সিসহ অনেকে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর