বুধবার, মে ৮, ২০২৪
spot_img

শামীম হকের দ্বৈত নাগরিকত্বের আপীল শুনানি আজ পূর্ণাঙ্গ বেঞ্চে

মিজান-উল হক, বাংলাদেশ সুপ্রীম কোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ ইং, সংসদীয় আসন ২১৩ (ফরিদপুর-৩) আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শামীম হক এর বিরুদ্ধে দ্বৈত নাগরীকত্বের অভিযোগ আনে (স্বতন্ত্র) প্রার্থী এ কে আজাদ।

রিটার্নীং অফিসারের আদেশ চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপীল করলে, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রিটার্নীং অফিসারের বৈধ প্রার্থীর তালিকা হতে শামীম হকের নাম কর্তন পূর্বক সংশোধন করার আদেশ প্রধান করেন। নির্বাচন কমিশনের আপীলের এই আদেশ চ্যালেঞ্জ করে জনাব শামীম হক হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে হাইকোর্ট রিট পিটিশনটি সামারি রিজেক্ট করেন। শামীম হক পরবর্তীতে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে আপীল বিভাগের ‘চেম্বার জর্জ’ এ সিএমপি ফাইল করলে ‘জাজ ইন চেম্বার’ হাইকোর্ট বিভাগ ও বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত আদেশ সমূহ স্থগিত করেন।

জেলা রির্টানীং অফিসার, ফরিদপুর কর্তৃক জনাব শামীম হক এর মনোনয়ন পত্র গ্রহনের আদেশটি বহাল রাখেন। এর ফলে শামীম হক নির্বাচন করার যোগ্যতা অর্জন করেন। আপীল বিভাগের ‘জাজ ইন চেম্বার’ এর আদেশটি বাতিল চেয়ে (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ কে আজাদ এর আবেদনটি শুনানীর জন্য আজ আপীল বিভাগের কার্য তালিকায় রয়েছে। যদিও ইতিপূর্বে ০৭ ই জানুয়ারী, ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শামীম হক প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) প্রার্থী এ কে আজাদ এর কাছে পরাজিত হয়েছেন।

আজ শামীম হক এর পক্ষে শুনানীতে অংশ গ্রহন করবেন সিনিয়র আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক ও ব্যারিস্টার হারুন-অর রশিদ, শামীম হক এর বিপক্ষে নির্বাচিত (স্বতন্ত্র) সংসদ সদস্য এ কে আজাদ এর পক্ষে শুনানী করবেন সিনিয়র আইনজীবী তানজীব-উল আলম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবিধানের অনুচ্ছেদ ৬৬/২(গ) অনুযায়ী এটি সবচেয়ে আলোচিত বিষয় ছিল এবারের নির্বাচনে। কোর্ট পাড়ায় দ্বৈত নাগরীকত্বের বিষয়টি বেশ আলোচিত ছিলো।

এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর