সোমবার, মে ২০, ২০২৪
spot_img

তেঁতুলিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত

পঞ্চগড় প্রতিনিধি, মেহেদী হাসান মিরাজ: বিএসএফের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত,
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৮ মে) ভোরে তেঁতুলিয়ার খয়ঘটপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। রণচণ্ডী বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ৪৪৭ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সকালে খায়খাটপাড়া সীমান্তে মহানন্দা নদীর পাড়ে ভারতের ফকিরগঞ্জ বিএসএফ ক্যাম্পসংলগ্ন এলাকায় নদীর ধারে ওই দুই যুবককে লাশ পড়ে থাকে দেখেন স্থানীয়রা। পরে তারা স্থানীয় জনপ্রতিনিধি, বিজিবি ও পুলিশকে খবর দেন।

এদিকে ঘটনাস্থল থেকে দুই যুবকের লাশ নিয়ে যায় বিএসএফ।স্থানীয়রা বলছেন, তারা অবৈধ পথে গরু আনতে তারকাঁটা কেটে ভারতের প্রবেশের চেষ্টা করছিলেন।

এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।

নিহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার মাগুড়া এলাকার জুনু মিয়ার ছেলে আব্দুল জলিল (২৪) ও তিরনইহাট ব্রম্মতল এলাকার কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার ২ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহতের তথ্য নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, নিহতদের নাম পরিচয় পাওয়া গেছে। তবে পরিবার বা স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর