বুধবার, মে ৮, ২০২৪
spot_img

৯৫ ভাগ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি

দেশের পঁচানব্বই ভাগ মানুষ ভোট দেয়নি, তারা এই সরকার ও সংসদকে প্রত্যাখ্যান করেছে। দেশের সিংহভাগ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি, আওয়ামী লীগের স্বৈরশাসনও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির নেতৃবৃন্দ।

শুক্রবার (২৬ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয়-সংলগ্ন বিজয়-৭১ চত্বরে ‘প্রহসনের নির্বাচনে জনপ্রত্যাখ্যাত ফাইভ পার্সেন্ট সরকারের লুটপাট ও দুঃশাসনের’ বিরুদ্ধে শীর্ষক অনুষ্ঠিত বিক্ষোভ-অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন দলটির নেতারা।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় না থাকায় দেশের মানুষ আজ সব বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা দেশ স্বাধীন করেছিলাম মানুষের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য। অথচ সরকার আজ জনগণের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে। ফলে আজ আমাদের কালো পতাকা নিয়ে রাজপথে দাঁড়াতে হচ্ছে।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, কালো পতাকার স্থলে প্রয়োজনে বাঁশের লাঠি হাতে আসবে। আমরা স্বৈরাচার পতন ঘটাবোই ইনশা আল্লাহ।

সংসদ মানেন না জানিয়ে মঞ্জু বলেন, আগামী ৩০ জানুয়ারি অবৈধ সংসদ বসতে যাচ্ছে। আমরা এই সংসদ মানি না। এবি পার্টির সংগ্রাম চলছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে ইনশা আল্লাহ।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর