বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় চলছে ভোটগ্রহণ

জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ : প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা পরিষদের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করছেন। এর মধ্যে নাচোলে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, গোমস্তাপুরে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং ভোলাহাটে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বদ্বীতা করছেন। তিনটি উপজেলার ১৮৪ টি ভোট কেন্দ্রে ৪ লাখ ৩৭ হাজার ৩৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষে তিন উপজেলায় ২ জন করে ৬ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‌্যাব, সাড়ে ৮ শতাধিক পুলিশ ও ২ হাজার ২০০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও থাকবে ভ্রাম্যমাণ টিম। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন। আবুল কালাম সাহিদ জানান, গুরুত্ব পূর্ণ ৭৫টি কেন্দ্রে ৩ থেকে ৪ জন এবং সাধারণ কেন্দ্রে ২ থেকে ৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

হানিফ মেহমুদ/এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর