সোমবার, মে ২০, ২০২৪
spot_img

নতুন কমিটিকে শুভেচ্ছা না জানানোর আহ্বান ছাত্রদলের

গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘হিল কোজি কটেজ’ ভবনে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

এ ছাড়া শোকাবহ এই পরিবেশকে মাথায় রেখে শাখাটির নতুন কমিটি গঠন উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের মিষ্টি বিতরণ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হতে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বেইলি রোডের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাবহ এই পরিবেশকে মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের নতুন কমিটি উপলক্ষে মিষ্টি বিতরণ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হতে বিরত থাকবার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, জবরদস্তি করে ক্ষমতা দখল করে রাখা সরকারের অরাজকতার ফলে নগর পরিকল্পনা ও বহুতল ভবনে অগ্নিনির্বাপণের ক্ষেত্রে যে ভয়াবহ অনিয়মের সংস্কৃতি চালু হয়েছে তার কারণে ঘটা প্রাণহানির দায় কোনোভাবেই এ সরকার এড়াতে পারে না।

এর আগে, গত শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে শাখাটির ৭ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত এই আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়।

এর বাইরে, কমিটিতে মাসুম বিল্লাহকে সিনিয়র সহসভাপতি, আনিসুর রহমান খন্দকার অনিককে সহসভাপতি, নাছির উদ্দীন শাওনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আক্তার শুভকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর